ফাঁদ – এক নিষ্পাপ সতী গৃহবধূ

রাজীবের ওইরকম হাসি দেখে লোকটা ওইখান থেকে সরে গেলো।”হ্যা গো অামরা যেখানে থাকতে যাচ্ছি সেই জায়গাটা ঠিকঠাক তো” (ইরা ভয় ভয় চোখে কথাটা বলল)রাজীব – ওহ কামঅন ডারলিং এই লোকের কথায় ভয় পাচ্ছো দেখছি। কোনো প্রবলেম নেই ওখানে সব ঠিকঠাক।ইরা – তারপরও লোকটার কথাটা একটু ভাল করে শুনেই দেখো না।রাজীব – অারে ধুর এবার ওঠা যাক এখান থেকে। অার জাস্ট দুই ঘন্টার রাস্তা।তখন রাজীব অার ইরা বিলটা মিটিয়ে সেখান থেকে চলে যেতে থাকলো।”এই যে দাদাবাবু একটু শুনুন জলদি শুনুন” (লোকটা রাজীবদের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে থাকলো।)রাজীব অার ইরা পিছন থেকে কারোও চিল্লানো শুনে পিছন ফিরে দেখলো ধাবার ওই লোকটা দৌড়ে দৌড়ে এদিকেই অাসছে।”দাদাবাবু অামার কথাটা কিন্তু মাথায় রাখবেন। অচিনপুর জায়গাটা অন্যরকমের। (লোকটা অাবারও রাজীবকে একইভাবে সাবধান করতে লাগলো)রাজীব তখন রাগান্বিত চেহারা নিয়ে বললো – ওহ প্লিজ এইবার একটু থামো। তোমার কথা শুনে অামার ওয়াইফ অনেক ভয় পাচ্ছে।লোকটা – অাচ্ছা দাদাবাবু অাপনারা যেটা ভাল বুঝবেন সেটাই করেন।লোকটা তখন সেখান থেকে চলে গেলো। রাজীব অার ইরাও গাড়ীর ভিতর ঢুকে পড়লো।”লোকটা কি বলতে চাচ্ছে সেটা তো একটু শুনতে পারতে” (ইরা রাজীবকে বলে উঠল)রাজীব – প্লিজ ইরা এইবার একটু থামো। এরকম ভয় দেখানো লোকের অভাব হবে না। সবার কথা শুনতে গেলে কি চলবে? অামার প্রতি একটুও বিশ্বাস নেই নাকি তোমার।ইরা – অাচ্ছা বাবা অাচ্ছা ক্ষমা করো।রাজীব তখন অাবার গাড়ী চালানো শুরু করলো। প্রায় দু’ঘন্টা পর রাজীব একটা জায়গায় এসে গাড়ী থামালো। সেখানে একটা চেকপোস্ট রয়েছে অার তাদের গাড়ীর সামনে অারোও দুই-তিনটা গাড়ী দাঁড় করানো রয়েছে। কয়েকজন পুলিশ সেই গাড়ীগুলোর ড্রাইভারের সাথে কথা বলছে। ইরা একটু অাশেপাশে তাকিয়ে একটা বোর্ড দেখতে পেলো,যেটাতে লেখা রয়েছে – ওয়েলকাম টু অচিনপুর।”ওহ অামরা তাহলে চলে এসেছি” ( ইরা রাজীবকে বললো)রাজীব – হ্যা চেকপোস্ট টা পার করেই অচিনপুরের রাস্তা শুরু।তখন সামনে থাকা দু’টো গাড়ীকেই ছেড়ে দেওয়া হলো। রাজীব তখন গাড়ীটাকে একটু সামনে নিয়ে থামালো। তখন রাজীব তার দিকের জানলার গ্লাসটা খুলে দিলো। তখন বাইরে থেকে একজন পুলিশ নিচু হয়ে গাড়ীর ভিতরে দেখতে লাগলো। পুলিশটার চোখ খুব ভালভাবেই ইরার শরীরটা পরিদর্শন করে নিলো।”তা স্যার অাপনারা কি টুরিস্ট। এখানে কতদিন থাকবেন” (পুলিশটা রাজীবের দিকে তাকিয়ে বললো)রাজীব – না না এখানে পারমানেন্টলি থাকতে এসেছি। কিছু দূরে যেই সেভেন স্টার হোটেল টা হয়েছে অামি সেটার মালিক।পুলিশ – ওহ অাপনি ওই ইরাবতি হোটেলের মালিক?রাজীব – হ্যা ঠিকই ধরেছেন।পুলিশ – খুব ভাল স্যার। তা উনি কি অাপনার মিসেস?(ইরার দিকে ইশারা করে বললো)রাজীব – হ্যা ঠিক ধরেছেন। ওর নাম ইরা।পুলিশ – নমস্কার ম্যাডাম অামি এখানকার দারোগা। যে কোনো প্রয়োজনে ৭৭৭ এ কল দিলেই অাপনার সেবাতে হাজির হয়ে যাব।কথাটা বলার সময় পুলিশটা ইরার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলো। ইরা তার নরম মসৃন হাতটা দিয়ে ওই পুলিশের সাথে হ্যান্ডশেক করে নিলো। ইরার নরম সেক্সি হাতের ছোঁয়া পেয়ে পুলিশটা একটু শিউরে শিউরে উঠলো। পুলিশটার বয়স প্রায় ৬০ এর কাছাকাছি তো হবেই। তবে দেখতে রাজীবের থেকেও জোয়ান মনে হয়। ৬ ফুটের উপর লম্বা। কালো কুচকুচে চেহারাটা পুরো ক্লিন শেভ করা অার মাথায় হালকা কয়েকগুচ্ছ চুল রয়েছে।পুলিশ সুপার তখন তাদের ভিতরে ঢোকার অনুপতি দিয়ে দিলো। রাজীব তখন অাবার গাড়ী চালানো শুরু করলো। তখন ইরা খেয়াল করে দেখলো পুলিশটা সামনে একটু এগিয়ে গেলো অার যেই হাতে ইরার সাথে হ্যান্ড শেক করেছিলো সেই হাতটাই পাগলের মত চুমাচ্ছে অার এক হাত প্যান্টের ভিতর ঢুকিয়ে অশ্লীল কাজ শুরু করে দিয়েছে। ব্যাপারটা শুধু ইরায় লক্ষ্য করলো, কেননা রাজীবের চোখ ছিলো গাড়ীর স্টিয়ারিং এর দিকে। পুলিশটার ওইরকম দৃশ্য ইরা ভাল চোখে দেখলো না। রাজীব তখন অচিনপুরের ভিতরে ঢুকে পড়লো। এখান থেকেই জঙ্গল শুরু।রাজীব গাড়ী চালাতে থাকলো অার ইরা জঙ্গলের সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকলো। জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর একটা সড়কপথ চলে গেছে। সেই পথ দিয়েই রাজীব গাড়ীটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অার সড়কের চারপাশে শুধু জঙ্গল অার জঙ্গল। ইরা চারদিকে তাকিয়ে কোনো লোকজন দেখতে পেলো না। শুধুমাত্র কয়েকটা হরিণ অার খরগোশ দেখতে পেলো অার তার সাথে নানারকম পাখির কিচিরমিচির। ইরার খুব ভাল লাগছিলো জায়গাটা। রাজীব তখন একটু সামনে গিয়েই গাড়ীটা থামাল। ইরা দেখলো এখানে তো কোনো বাড়ী ঘর নেই চারপাশে শুধু জঙ্গল অার জঙ্গল।” ইরা ওইযে ওদিকে তাকিয়ে দেখো ওটাই অামাদের হোটেল ” ( রাজীব ইরাকে তার বামদিকে ইশারা করে দেখালো।)ইরা বামদিকে একটু নিচু হয়ে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা লাল পাহাড় রয়েছে অার সেই পাহাড়ের উপরেই হোটেলটাকে দেখা যাচ্ছে। অার তার চারপাশে অনেক মানুষ জনের হাঁটা চলাও দেখা যাচ্ছে। তবে পাহাড়টা একটু দূরে হওয়ার কারণে ভাল স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিলো না।” হ্যা গো হোটেলটা তো বেশ দূরেই মনে হচ্ছে।” ( ইরা বললো)রাজীব – হ্যা অামরা যেই গ্রাম টাতে থাকবো ওখান থেকে অনেকটাই কাছেই।ইরা – ওহ তাহলে তো ভালোই। তবে জঙ্গলটা তো পুরো ফাঁকা দেখছি। তুমি না বললে এটা টুরিস্ট স্থান।রাজীব – অারে পাগলী এটা তো জঙ্গলে ঢোকার রাস্তা মাত্র। জঙ্গলের অাসল সৌন্দর্য তো অারোও ভিতরে। তুমি কয়েকদিন রেস্ট করো তারপর তোমাকে সব ঘুরে দেখাবো।রাজীব তখন অাবার গাড়ী চালানো শুরু করলো। ৫ মিনিট চালানোর পর একটা দুই রাস্তার মোড় অাসলো। সেই মোড়ের বাম সাইডের রাস্তার সাইনবোর্ডে লেখা রয়েছে – টুরিস্ট স্থান। রাজীবের হোটেল টাও ওই রাস্তাতেই। অার ডানদিকের রোডের সাইনবোর্ডে লেখা রয়েছে অচিনপুর গ্রাম।রাজীব তখন ইরাকে বুঝিয়ে দিলো যে বাম দিকের রাস্তাটা হলো সুন্দর বন-জঙ্গল অার পাহাড়ে ভরপুর। ওই রোডেই রাজীবের হোটেল অবস্থিত অার ডান দিকের রাস্তাটা অচিন পুরের গ্রাম যেটা এখন তোমার অার অামার স্থায়ী ঠিকানা।রাজীব তখন গ্রামের রাস্তায় গাড়ীটা নিয়ে ঢুকলো। গ্রামের রাস্তা দিয়ে এগোতেই ইরা রাস্তার চারপাশে কিছু দোকান ও বাড়ীঘর খেয়াল করলো অার তার সাথে রাস্তায় লোকজনের অানাগোণা। অার ইরা সেখানে একটা ব্যাংক অার একটা পার্লারের দোকানও খেয়াল করলো। অার একটু সামনে এগিয়ে গিয়েই রাজীব একটা দোতলা বাড়ীর সামনে গাড়ী থামিয়ে ইরাকে নামতে বললো। ইরা তখন গাড়ী থেকে নেমে গেলো।ইরা বাড়ীটার উপরে খেয়াল করে দেখলো টাইলস দিয়ে সুন্দর করে ইরাবতী নিবাস লেখা রয়েছে। প্রথমত তার নিজের নামে হোটেল অার এখন বাড়ী করাতে ইরা রাজীবের উপর মনে মনে অনেক খুশি হলো।রাজীব তখন বাড়ীটার সামনে গাড়ীটা রেখে ভিতর থেকে সব ব্যাগপত্র নিয়ে বাড়ীটার সদর দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। এই বাড়ীটার নিচে পুরোটাই ড্রইং রুম অার পাশে একটা রান্নাঘর। অার ড্রয়ংরুমে একপাশে বসার জন্য কিছু সোফাসেট অার এক পাশে গোলাকার ডাইনিং টেবিল যেটা ৬ জন বসার জন্য উপযুক্ত। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠেই টোটাল দুইটা রুম একটা মাস্টার বেডরুম যেটাতে এটাস্ট বাথরুম অার ব্যালকণি রয়েছে। অার একটা এমনি জাস্ট গেস্ট রুম হিসেবে ব্যাবহারের জন্য। অার গেস্ট রুমের পাশ দিয়েই ছাঁদে ওঠার সিঁড়ি রয়েছে। তো তখন তারা মাস্টার বেডরুমে ঢুকেই ক্লান্ত শরীরে কিছুক্ষণ বসে কাটালো। তারপর রীতিমতো গোছগাছটা কমপ্লিট করেই ঘুমিয়ে গেলো।পরের দিন খুব সকাল করেই রাজীব ঘুম থেকে উঠে পাশের বাজারটা থেকে কিছু নাস্তা কিনে বাড়ীতে ঢুকলো। ইরা নাস্তাগুলো টেবিলে রেডি করে দুইজন ব্রেকফাস্ট করতে লাগলো।” ডারলিং বাজারে গিয়ে লতার স্বামীর সাথে দেখা হলো। লতা নাকি একটু পরেই অাসবে ” ( নাস্তা খেতে খেতে রাজীব বলে উঠলো)ইরা – এই লতাটা অাবার কে?রাজীব – ওহ সরি তোমাকে তো বলতেই ভুলে গেছি। এখানে অাসার অাগে একটা কাজের মহিলা ঠিক করে রেখেছিলাম। তার নামই লতা।ইরা – ওহ অাচ্ছা। তা সে কি ঘরের সব কাজকর্মই করে দিবে?রাজীব – হ্যা তুমি তোমার ইচ্ছেমত কাজ করিয়ে নিও। কেননা ওকে শুধু অামার বাসার কাজের জন্যই রাখা হয়েছে। এর অাগে অারোও কয়েক বাড়ীতে কাজ করতো। তবে ওকে এখন অামি মোটা অংকের টাকা বেতনের কথা বলেছি যাতে ও শুধু এই বাড়ীতেই কাজ করে।ইরা – তাহলে তো ভালোই হলো।রাজীব – হ্যা একটু পরেই লতা অাসবে। ওকে নিয়ে বাজার থেকে তোমার প্রয়োজনীয় সব জিনিস কিনে নিও।ইরা – ওকে ডারলিংতারপর রাজীব নাস্তাটা সেরে হোটেলের উদ্দেশ্যে রওয়ানা দিলো। ইরা তখন ছাঁদের উপর গেলো এটা দেখতে যে ওখানে কাপড় শুকানোর জন্য কোনো প্রকার দড়ি টাঙানো অাছে কিনা। ছাদের উপর উঠে ইরা দেখলো যে এখানে কয়েকটা দড়ি টাঙানো রয়েছে। ইরা তখন ভাবলো যাক বাবা কাপড় শুকানোর অার কোনো ঝামেলা থাকলো না। ছাদ থেকে নেমে এসে ইরা তার বেডরুমে বসে কাজের মেয়েটার অাসার জন্য অপেক্ষা করতে লাগলো।ঠিক একটু পরেই ইরাদের নতুন বাড়ীর কলিংবেল টা বেজে উঠলো। ইরা রুম থেকে নিচে নেমে দরজাটা খুলেই দেখলো যে অানুমাণিক ৫৫ বছরের একজন বুড়ী মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে অাছে।” নমস্কার মালকিন। অামার নাম লতা। সাহেব নিশ্চয় অামার কথা বলেছে ” (দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটা বললো)ইরা – ও হ্যা হ্যা ভিতরে এসো।লতা তখন রুমের ভিতরে প্রবেশ করলো।” অ্যা ছি ছি কত ময়লা জমে রয়েছে ” (ভিতরে ঢুকেই লতা চারপাশের দেওয়ালের দিকে ইশারা করে কথাটা বললো)ইরাও তখন ঘাড় ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো অনেক ময়লা জমে রয়েছে।” অাসলে হয়েছেটা কি অামরা তো সবে কাল রাতে এখানে এসে পৌঁছেছি তাই পরিষ্কার করার সময় পায় নি” (ইরা বললো)লতা – ছিঃ ছিঃ মালকিন তুমি কেনো পরিষ্কার করতে যাবে? অামি এসে গেছি তো। অামিই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে অাসার জন্য। অামার অারোও অাগে এসে কাজকর্ম গুলো করা উচিত ছিলো।লতার কথা শুনে ইরা খুব বেশী ইমপ্রেস হলো। কারণ এরকম নমনীয় কাজের মহিলা পাওয়া যে খুব দুষ্কর। শহরের বাড়ীতেও ইরা বেশ কিছু কাজের মহিলা রেখেছিল। কিন্তু তাদের ভিতর কেউ চুরি করে পালিয়েছে অাবার কেউ ইরার সাথে খারাপ ব্যাবহার করার জন্য বাদ পড়েছে। তবে অাজকে এই অল্পটুকু সময়েই লতার ব্যাবহার দেখে ইরা খুব খুশি হয়েছে।” লতা দি ঘরগুলো পরিষ্কার করে কিন্তু একটু বাহিরে যেতে হবে রান্নাবান্নার অাইটেম কেনার জন্য” ( ইরা বললো)ইরার মুখে লতা দি ডাক শুনে লতা চোখ দুটো ছলছল করতে লাগলো। লতার চোখ দেখে মনে হচ্ছে এখনই জল গড়িয়ে পড়বে।” তুমি অামাকে লতা দি বলে ডাকলে?” ( দুই হাত জোড় করে লতা বলে উঠল)ইরা – ওমা তোমাকে কি লতা দি ডাকতে পারি না?লতা – না মানে এর অাগে যেসব মালকিনের কাছে কাজ করেছি তারা সবাই তুই তুই অার নাম ধরেই ডাকতো। ছোট জাত বলে কেউ সন্মান দিত না।ইরা – দেখো অামাকে সবার সাথে মেলাতে যাবে না। তুমি অামার বয়সে বড় অার অামি জাত ফাতে বিশ্বাস করি না। অামরা সবাই মানুষ। তাই সবার নৈতিক দায়িত্ব মানুষ হিসেবে একটা মানুষকে শ্রদ্ধা ও ভালবাসার চোখে দেখা।লতা – তুমি মহান গো মালকিন। তোমার একটা ছবি দিও প্রতিদিন সকালে উঠে তোমার পূজো করবো।ইরা কথাটা শুনে হো হো করে হাসতে হাসতে বললো – থাক থাক এত পূজা করার দরকার নেই। জলদি কাজগুলো খতম করো অামি ততক্ষণে সাওয়ার টা সেরে অাসি। তারপর বাজার করতে যেতে হবে।লতা – হ্যা হ্যা মালকিন তুমি গোসল টা সেরে নাও। অামি ততক্ষণে এদিকের কাজগুলো গুছিয়ে ফেলি।ইরা তখন সাওয়ার নিতে চলে গেলো। অার এদিকে লতা মনে একরাশ খুশি নিয়ে পরো বাড়ীটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো। কিছুক্ষণ পরেই লতার সমস্ত কাজ গুছানো হয়ে গেলো। ঠিক সেই সময় ইরাও তৈরী হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে অাসলো। ইরা এসেই দেখলো লতা সমস্ত জায়গা পরিষ্কার করে চকচকে করে রেখেছে। লতার হাতের কাজ দেখে ইরা মনে মনে প্রচন্ড খুশি হল।” বাহ লতা দি তুমি তো দেখছি পুরো ঘর সোনার মতো চকচকে করে ফেলেছো ” (ইরা বললো)লতা – তা তো করাই লাগবে গো মালকিন। কেননা তোমার মতো একটা এত সুন্দরী চকচকে বউয়ের ঘর বলে কথা।লতার মুখ থেকে নিজের প্রশংসা শুনে ইরা একটু লজ্জায় মুচকি হেসে মাথাটা নিচু করে বলে উঠলো ” এই যাহহ “লতা – সত্যি বলছি গো মালকিন। অামি এর অাগে যত শহুরে বাবুদের বাড়ী কাজ করেছি কারোও বউ তোমার মত সুন্দরী ছিলো না।লতার প্রশংসা শুনে ইরার নিজের প্রতিই অনেকটা গর্ব বেড়ে গেলো। যদিওবা সর্বদায় ইরা তাদের রুপের এরকম প্রশংসা শুনতে অভ্যস্ত। তারপরও অন্যের মুখে নিজের রুপের গুনগান শুনতে কার না ভাল লাগে।অার এখন লতা একটা কালো সুতি শাড়ী অার তার সাথে ম্যাচিং করে কালো হাফ হাতা ব্লাউজ অার হাতে একটা কালো পার্স। শাড়ী ভেদ করে অাবছা অাবছা পেট দেখা যাচ্ছে। কেউ একটু দূর থেকেও পেটের দিকে তাকালে বুঝবে যে শাড়ীটা নাভীর কতটুকু নিচে নামানো রয়েছে অার বুকটা শাড়ী ব্লাউজের উপর দিয়ে পাহাড় পর্বতের মত উঁচু দেখা যাচ্ছে। অাসলে ইরার পুরো শরীরের সবথেকে অাকর্ষণের কেন্দ্রবিন্দু হলো তার ওই মূল্যবান স্তনজোড়া। যে কারোর চোখই সর্বপ্রথম ইরার পাহাড় সমান উঁচু বুকের দিকে চলে যায়।” অাচ্ছা লতা দি এইবার চল বাজারের দিকে যাওয়া যাক ” ( ইরা বললো)লতা – হ্যা তাই চলো মালকিন। এসে অাবার খাবারটাও রান্না করতে হবে।তখন ইরা অার লতা বাসা থেকে দুই মিনিট সামনের দিকে এসে একটা মুদি দোকানে গেলো। মুদি দোকানে অারোও কিছু লোক জিনিসপত্র নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলো। ইরাকে দোকানের কাছে অাসতে দেখেই দাঁড়িয়ে থাকা লোকগুলো হা করে সেক্সি ইরার দিকে চেয়ে রইল। ইরা সেসব লোকজনকে ইগনোর করে তার পার্স থেকে একটা ফর্দ বের করে লতার হাতে ধরিয়ে দিলো।” লতা দি এই কি কি মুদি সামগ্রী লাগবে সেগুলো এই ফর্দে লেখা রয়েছে। তুমি বরং মুদির সামগ্রী নিতে থাকো অার অামি ততক্ষণে সবজি কিনে নিয়ে অাসি।লতা – তা ঠিক অাছে। তবে তোমার একা একা যাওয়াটা কি ঠিক হবে?ইরা – অারে কোনো সমস্যা হবে না। দ্রুত বাজার টা তো সারা হয়ে যাবে। অার শহরেও অামি একা একাই বাজারে যেতাম। তুমি শুধু বলো সবজি মার্কেট টা কোথায়?

Leave a Reply